নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: শুক্রবার ৩১,অক্টোবর :: পূর্ব মেদিনীপুরের কাঁথিতে শুক্রবার সকালে দেখা গেল এক অনন্য দৃশ্য। মেঘলা আকাশ আর টানা বৃষ্টিকে উপেক্ষা করে, দেশপ্রেম ও ঐক্যের বার্তা ছড়াতে রাস্তায় নেমে এলেন শতাধিক কর্মী–সমর্থক।
উপলক্ষ — ভারতের লৌহপুরুষ সরদার বল্লভ ভাই প্যাটেল–এর ১৫০তম জন্মবার্ষিকী। এই দিনটিকে স্মরণীয় করে তুলতে আয়োজন করা হয়েছিল “রান ফর ইউনিটি” কর্মসূচির।
কাঁথির ক্ষুদিরাম স্ট্যাচু মোড় থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত পথ দৌড়ে কর্মসূচির সূচনা করেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃষ্টিতে ভিজে ভিজেই তিনি অংশ নেন এই ঐক্য অভিযানে।
তাঁর সঙ্গে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার চার বিধায়ক, জেলা সভাপতি সহ দলের জেলা নেতৃত্ব ও অসংখ্য কর্মী–সমর্থক।

