মেটিয়াবুরুজে কাপড়ের দোকানে আগুন। দমকলের পাঁচটা ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনেন।

নিজস্ব সংবাদদাতা :: নিজস্ব সংবাদদাতা  :: মেটিয়াবুরুজ :: ০৪ জুলাই :: ভোররাতে মেটিয়াবুরুজে কাপড়ের দোকানে আগুন। দমকলের পাঁচটা ইঞ্জিন এসেছে। ভোর চারটে নাগাদ আগুন লাগে। বটতলা ডায়মন্ড এসি মার্কেট। প্রায় ৬০০ দোকান আছে। সব দোকানেই কাঁচা কাপড় মজুদ। দুটো দোকানে আগুন লাগে। আশেপাশের আরো তিন-চারটে দোকান ক্ষতিগ্রস্ত। গ্যাস কাটার দিয়ে দমকল ও কলকাতা পুলিশের ডিএমজির কর্মীরা শাটার কেটে জল দেওয়ার জন্য প্যাসেজ তৈরি করে। এক ঘন্টার চেষ্টায় ফায়ার এরেস্ট অর্থাৎ আর অন্যদিকে ছড়াবে না। দমকল সূত্রে দাবি। ঘটনাস্থলের দোকানের ভেতরে এখনো পকেট iফায়ার রয়েছে। সেগুলো নিয়ন্ত্রণের জন্যই শাটার কেটে জল দেওয়ার ব্যবস্থা করছে দমকল। দেড় ঘন্টায় আগুন নিয়ন্ত্রণ বলে জানান দমকল কর্তা।চারটে নাগাদ আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেন খালিল উরর রহমান। মেটিয়াবুরুজ ঘিঞ্জি জায়গা দমকলের ইঞ্জিন ঢুকতে প্রচন্ড অসুবিধা হয় এলাকার লোকেদের মধ্যে উত্তেজনা হয়ে পড়ে এই কাপড়ের দোকানে আশেপাশে আরও কিছু বড় বড় কাপড়ের দোকান আছে ও মার্কেট আছে এই মার্কেট দোকানের লোকজন তারা খবর পেয়ে ছুটে আসে দোকানের সামনে দমকলে পাঁচটা ইঞ্জিন এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি কলকাতা পুলিশ ও দমকল বিভাগ তদন্ত নেমেছে এই দোকানগুলো এতটাই কাপড় মজুত ছিল দমকল কর্মীদের আগুন নিভাতে বেক পেতে হয় ঘটনাস্থলে মেটিয়াবুরুজের থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + eighteen =