নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পূর্ব মিদনাপুর :: বেহাল রাস্তা মেরামতের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকার কয়েক শতাধিক বাসিন্দারা। রাস্তার উপর গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা। দীর্ঘক্ষন রাস্তা অবরোধের ফলে সমস্যার সম্মুখীন হয় পথচলতি বাসিন্দারা।
প্রশাসনের কাছ থেকে আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলায় সুতাহাটা থানার এলাকায়।
সূত্রের খবর, সুতাহাটা থেকে কুকড়াহাটি পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তা রাস্তার বেহাল হয়ে পড়ে রয়েছে। রাস্তা মেরামতের জন্য দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। রাস্তা বেহাল অবস্থার জন্য প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটে চলেছে। বেহাল রাস্তা মেরামতের দাবিতে মঙ্গলবার কয়েকটি গ্রামের বাসিন্দারা একজোট হয়ে রাস্তার উপর কাঠের গুড়ি ফেলে বিক্ষোভ দেখাতে থাকে।ঘটনার খবর পেয়ে ছুটে আসে সুতাহাটা থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। অবশেষে বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয় প্রশাসনের আধিকারিকরা। রাস্তা দ্রুত মেরামত করে দেওয়ার আশ্বাস দেন। প্রশাসনের আধিকারিকের কাছ থেকে রাস্তা মেরামতের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় কয়েক শতাধিক গ্রামবাসীরা। ব্লক প্রশাসনের আধিকারিক বলেন ” স্থানীয় সবাসিন্দাদের দাবি মেনে খুব দ্রুত রাস্তা মেরামত করা হবে ”