নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেদিনীপুর :: মঙ্গলবার ১৬,এপ্রিল :: মেদিনীপুর শহরে পালিত হলো বিশ্ব চিত্রকলা দিবস।বিশ্ববরেণ্য শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির জন্মদিনটি সারা বিশ্বে ‘ওয়ার্ল্ড আর্ট ডে ” হিসেবে পালিত হয়। মেদিনীপুরেও এই দিনটি মেদিনীপুর আর্ট একাডেমির উদ্যোগে পালিত হলো যথাযোগ্য মর্যাদায়।
এই উপলক্ষ্যে এদিন বিকেলে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে মেদিনীপুর শহর পরিক্রমা করে। শোভাযাত্রা শুরুর আগে মেদিনীপুরের সংস্কৃতি জগত সহ অন্যান্য ক্ষেত্রের বিশিষ্ট জনেদের হাতে স্মারক সম্মান তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত সবাইকে স্বাগত জানান আর্ট একাডেমির কর্ণধার রাজীব দাস।
উপস্থিত ছিলেন বিশিষ্ট ছড়াকার বিদ্যুৎ পাল, নৃত্যশিল্পী সবিতা সাহা, ঈশিতা চট্টোপাধ্যায়,ত্রিপর্ণা ভট্টাচার্য,প্রিয়াঙ্কা আঢ্য, দেবারতি দাস, শাশ্বতী শাসমল,বাচিক শিল্পী রত্না দে, সুদীপ্তা চক্রবর্তী, সংস্কৃতিপ্রেমী জয়ন্ত মন্ডল, সমাজকর্মী কুনাল ব্যানার্জী, চিত্রশিল্পী প্রশান্ত খাটুয়া,আতাউল গাউস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। সন্ধ্যায় আর্ট একাডেমির উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।