মেদিনীপুর পুর সদর ব্লকের চাঁদড়া এলাকায় বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে পুলিশের তান্ডব

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেদিনীপুর :: বুধবার ১৩,নভেম্বর :: মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের অধীন গুড়গুড়ি পাল থানার চাঁদড়া এলাকার বিজেপি নেতা নয়ন দের বাড়ি ঘেরাও করে গুড়গুড়ি পাল থানার পুলিশের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ করল বিজেপি নেতা নয়ন দে  ও তার পরিবার।

মঙ্গলবার রাত্রি বারোটা থেকে বুধবার সকাল ছটা পর্যন্ত নয়ন দের বাড়ি ঘেরাও করে রাখে গুড়গুড়ি পাল থানার প্রায় ৪০ জন পুলিশ। মঙ্গলবার রাতে আচমকা নয়ন দের বাড়িতে দরজায় লাথি মারে পুলিশ। এরপর পুলিশ নয়ন দে কে গ্রেফতার করার চেষ্টা করে।

সেই সঙ্গে সারা রাত তার বাড়িটি ঘেরাও করে রাখে পুলিশ। যার ফলে নয়ন দে ও তার পরিবারের লোকেরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন বলে তিনি জানান।

তিনি বিজেপির মন্ডল কমিটির সম্পাদক। বিজেপি নেতা নয়ন দে বলেন আমার বিরুদ্ধে কোন অভিযোগ নেই, আমার অপরাধ একমাত্র আমি বিজেপি করি, বিষয়টি ঊর্ধ্বতন নেতৃত্ব কে জানিয়েছি, পুলিশ যেভাবে তাণ্ডব চালিয়েছে ভাষায় প্রকাশ করা যাবে না।

তবে আমাকে আটকে রাখতে পারবে না আমি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবো। অবশেষে বেলা এগারোটা নাগাদ বিজেপি প্রার্থী শুভজিৎ রায় এসে দলীয় কর্মীকে নিয়ে বুথকেন্দ্রে গিয়ে ভোট দান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =