নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেদিনীপুর :: মঙ্গলবার ৭,মে :: বহু গুণীজন ও সাহিত্যপ্রেমীদের উপস্থিতিতে প্রকাশিত হলো গল্পের বই ‘রেড কার্পেট’। ঘরোয়া ভাবে মেদিনীপুর ফিল্ম সোসাইটি হলে আয়োজিত এক অনাড়ম্বর সান্ধ্যকালীন অনুষ্ঠানে প্রকাশিত হলো লেখিকা শিক্ষিকা অনামিকা তেওয়ারীর প্রথম গল্প সংকলন “রেড কার্পেট “।
২১টি ছোট গল্প নিয়ে এই বইটি প্রকাশ করলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সুশান্ত কুমার চক্রবর্তী। মানুষের আবেগ, অসহিষ্ণুতা সহ চিরায়ত আশা – নিরাশার যে দোটানা তা গেঁথে গেছেন গল্পের পর গল্পে ।বইটি প্রকাশিত হয়েছে ‘কবিতিকা” থেকে।বইটির প্রচ্ছদ এঁকেছেন কমলেশ নন্দ। এদিনের অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান লেখিকা অনামিকা তেওয়ারি।