মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে জেলায় ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেদিনীপুর :: শুক্রবার ১,নভেম্বর :: মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে জেলায় ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মেদিনীপুরে পৌছেই জেলা পুলিশ আধিকারিকদের নেতৃত্বে টহল বা রুট মার্চ শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

শালবনী থানা, গুড়গুড়িপাল থানা এবং কোতোয়ালী থানার অধীন এলাকাগুলিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তথা এলাকাবাসীদের আশ্বস্ত করতেই এই রুট মার্চ বলেও জানা গিয়েছে পুলিশ সূত্রে।

মেদিনীপুর শহরের উপকন্ঠে অবস্থিত খয়েরুল্লাচক, দেলুয়া, বাঘঘরা এবং শালবনীর শালডহরা, দক্ষিণশোল পাশাপাশি মেদিনীপুর সদরের গুড়গুড়ি পাল সহ পার্শ্ববর্তী এলাকায় রুট মার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 3 =