নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চিত্তরঞ্জন(আসানসোল) :: মেধা পাটেকরের চিত্তরঞ্জন বাঁচাও পদযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল চিত্তরঞ্জন শহরের তিন নম্বর গেটের সামনে। বৃহস্পতিবার দুপুরে রূপনারায়ণপুর ডাবর মোড় থেকে পদযাত্রা করে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার সদর দপ্তর পর্যন্ত যাওয়ার কর্মসূচি কথা ছিল মেধা পাটেকারের।
মূলত বেশ কয়েকটি গণসংগঠন মিলে চিত্তরঞ্জন কারখানাকে বিলগ্নিকরণ থেকে বাঁচানোর পরিকল্পনায় এই আন্দোলন। কিন্তু চিত্তরঞ্জন শহরে ঢোকার তিন নম্বর গেটের কাছে মেধা পাটেকরের মিছিল আসতেই মিছিলকে আটকে দেয় আরপিএফ। গেট বন্ধ করে দেওয়া হয়, ব্যারিকেড দিয়ে থামানো হয় মিছিল।
এরপর সেখানে বসেই মেধা পাটেকার ধরনা আন্দোলন শুরু করেন । কিছুক্ষণ চলার পর চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা কর্তৃপক্ষ পাঁচজনকে ভেতরে যাওয়ার অনুমতি দেন । মেধা পাটেকার জানিয়েছেন যেভাবে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা থেকে শুরু করে তাদের স্কুল তাদের হাসপাতাল এবং অন্যান্য সমস্ত কিছুই বেসরকারিকরণ করতে চাইছে তার বিরুদ্ধেই আমাদের লড়াই। আমরা কোনভাবেই কারখানাকে বেসরকারি করণ করতে দেবো না।