মেমারিতে আধার কার্ড ‘ডিঅ্যাক্টিভেট’ বা নিষ্ক্রিয় করা হয়েছে বলে সোমবার রাতে ডাকযোগে এমন চিঠি পেয়েছেন অনেকে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: মঙ্গলবার ২০,ফেব্রুয়ারি :: পূর্ব বর্ধমান জেলার জামালপুরের পর এবার বর্ধমান জেলার মেমারিতে আধার কার্ড ‘ডিঅ্যাক্টিভেট’ বা নিষ্ক্রিয় করা হয়েছে বলে সোমবার রাতে ডাকযোগে এমন চিঠি পেয়েছেন পূর্ব বর্ধমানের মেমারী ১ ব্লকের বহু পরিবারের বাসিন্দারা। কিন্তু সেই চিঠির বয়ানে কারণ হিসেবে যা লেখা হয়েছে, তাতে মাথায় হাত পড়েছে তাঁদের।

চিঠিতে উল্লেখ, আধার কার্ডের ২৮-এ রেগুলেশনে আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। মূলত বিদেশি বলে সন্দেহ বা বাসস্থান সংক্রান্ত নথি সন্তোষজনক না হলে এই ধারায় আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়। চিঠি হাতে পেয়ে চরম আতঙ্কে ভুগতে শুরু করেছেন।

মেমারীর পারিজাত নগর, উদয়পল্লী এলাকায় প্রায় ১০/২০ জনের কাছে ডাকযোগে ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয়েছে। গত কয়েকদিন ধরে এই ব্লকের পারিজাত নগর, উদয়পল্লী সহ বেশ কয়েকটি গ্রামের প্রায় ২০/৩০ জন এমন চিঠি পেয়েছেন। অনেকেই নাগরিকত্ব হারানোর আতঙ্কে কাউকে বিষয়টি জানাননি।

সবাই বলছেন কেন এভাবে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে বুঝতে পারছেন না। এমনকি তাঁদের রেশন, ব্যাঙ্কের লেনদেন-সহ আধার নির্ভর কাজ বন্ধ হয়ে গিয়েছে বলেও জানান তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − seven =