নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: মঙ্গলবার ২৩,ডিসেম্বর :: পূর্ব বর্ধমান জেলার মেমারির কিষান মান্ডিতে একটি স্কুল ড্রেস কাটিং সেন্টার থেকে ইউনিফর্মের কাপড় পাচারের অভিযোগ। মেমারি ১ নম্বর ব্লকের অন্তর্গত বাগিলা অঞ্চলের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা মুনমুন মন্ডল বিশ্বাস বলেন,
স্কুলের ড্রেসের কাজ কমপ্লিট হওয়ার পর এই কাটিং সেন্টার থেকে একটি টেম্পো করে প্রায় পঞ্চাশের অধিক কাপড়ের রোল নিয়ে চলে যাচ্ছিল । আর সেই টেম্পোকে আটক করা হয়। খবর দেওয়া হয় প্রশাসনকে।
যদিও ওই ইন্ডাস্ট্রিজর কর্ণধার সরস্বতী মন্ডল এ ব্যাপারে কোনো উত্তর দিতে চায়নি ।

