নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: সোমবার ৫,জানুয়ারি :: পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত পালসিট ফাঁড়ি এলাকায় উল্টে গেল স্করপিও গাড়ি। আহত দুই । ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পালসিট ফাঁড়ির পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায় গাড়িটি কোন যান্ত্রিক ত্রুটি হয়েছিল সেই কারণে সার্ভিস রোড দিয়ে চেকিং করতে যাচ্ছিল ।
সেই সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় স্থানীয়রা বিকট শব্দে ছুটে এসে গাড়ির সামনের কাঁচ ভেঙে সকলকে উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায় আহতদের আঘাত খুব বেশি গুরুতর নয় তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল।

