নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: মঙ্গলবার ২৫,ফেব্রুয়ারি :: গত রবিবার পুকুর খনন করতে গিয়ে উদ্ধার হয় একটি প্রাচীন বিষ্ণু মূর্তি । সেই মূর্তি ফেরত চেয়েছিলেন পুলিশের কাছে এলাকার স্থানীয় বাসিন্দারা। মূর্তিটি উদ্ধার হওয়ার পর তারা এলাকাতেই ওই মূর্তি প্রতিষ্ঠা করে মন্দির নির্মাণ করে পূজোপাঠ করতে চেয়েছিলেন।
এই নিয়ে তারা বারবার পুলিশ ফাঁড়িতে দরবার করেন। কিন্তু বিশেষজ্ঞরা জানিয়েছেন এই মূর্তিটি বহু প্রাচীন একটি বিষ্ণু মূর্তি। আনুমানিক হাজার বছরের প্রাচীন কষ্টিপাথরের এই মূর্তি। এটি গবেষণার বিষয়। তাই মূর্তিটিকে সংরক্ষণ করা আবশ্যক।
সেই মতো মূর্তিটিকে বর্ধমান ইউনিভার্সিটির মিউজিয়ামে রাখা হবে বলে জানানো হয়েছে। এদিন সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিকদের উপস্থিতিতে মূর্তিটিকে তুলে দেওয়া হলো।