মেমারি :: ভোটার লিস্টে রয়েছে সেই নামের মানুষ ওই এলাকায় থাকেইনা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: রবিবার ৯,মার্চ :: রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভুয়ো ভোটারের খবর আসছে, দেখা যাচ্ছে যাদের নাম ভোটার লিস্টে রয়েছে সেই নামের মানুষ ওই এলাকায় থাকেইনা। এবার সেরকমই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারী থানার, নিমো ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সরডাঙ্গা এলাকায়।

ভোটার লিস্ট খতিয়ে দেখতে এলাকায় হাজির হন মেমারী বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য সেখানে দেখা যায় ২ টি নাম রয়েছে যে নামে ওই এলাকায় কেউ থাকেন না। এমন কি এই নামের মানুষ কেউ চেনে না ছবিও কখনো দেখেননি কেউ । কিভাবে এই নাম ভোটার লিস্টে উঠলো উঠছে প্রশ্ন?

এ বিষয়ে বিধায়ক মধুসূদন ভট্টাচার্য বলেন সামনে যেহেতু বিধানসভা নির্বাচন হয়েছে তাই কেউ বা কারা উদ্দেশ্যপ্রোনোদিত ভাবে এই নাম গুলো ঢুকিয়ে থাকতে পারে। রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই কাজ করছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =