নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: বুধবার ১৯,মার্চ :: মেমারি দু’নম্বর ব্লকে অধীনে বোহার দুই নম্বর অঞ্চলের অন্তর্গত মধ্য বোহার এলাকায় দূর্গা মন্দির সন্নিকট অনিন্দ্য সিংহ রায় বাড়িতে মঙ্গলবার গভীর রাতে ভগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।
আগুন নিভাতে প্রথমে এলাকা সাধারণ মানুষ হাত লাগান পরবর্তী সময়ে মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়িতে প্রথমে খবর দেন এলাকার সাধারণ মানুষ, পরবর্তী পর্যায়ে পুলিশের পক্ষ থেকে ও এলাকার মানুষ মেমারি অগ্নি নির্বাহক অর্থাৎ ফায়ার ব্রিগেডকে খবর দেন।
প্রাথমিক তদন্তে জানতে পারা যায় যে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই ঘটনাটি ঘটে বলে অনুমান করছেন। যে ঘরটি আগুনে ভস্মিভূত হয়েছে সেই ঘরটি মোটর সাইকেলের শোরুম পার্টস ছিল বলে পরিবার সূত্রে জানান আনুমানিক প্রায় পাঁচ থেকে সাত (৫/৭)লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে অনিন্দ্য সিংহ রায়ের মা জানান।
মেমারির থেকেএকটি অগ্নিনির্বাহী গাড়ি এসে প্রায় ১ ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এজবেস্টার ছাওনি ঘরে থাকা সমস্ত জিনিস আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে বলে সূত্রে জানা যায়।
পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানিয়েছেন যদি কিছু সাহায্য করেন তাতে আমরা খুবই উপকৃত হব। আগুনের খবর পাওয়া মাত্রই মেমারি থানা সাতগেছিয়া পুলিশ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।