নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারী :: বৃহস্পতিবার ১৩,মার্চ :: সামনে বিধানসভা নির্বাচন । তার আগেই ঘর গোছাতে প্রস্তুত সব রাজনৈতিক দল। ভোট এলেই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের দল বদলের হিরিক দেখা যায়।
এবার দেখা গেল পূর্ব বর্ধমানের মেমারীতে বিজেপি ছেড়ে প্রায় ১০০০ জন কর্মী মেমারী বিধান সভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের হাত ধরে তৃণমূলে যোগাদান করলেন। যার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান জেলার বিজেপির লড়াকু নেতা মির আকবর আলী(পূর্ব বর্ধমান জেলা মাইনরিটি সেলের সহ-সভাপতি ), ফুলটুসি হেমরম( মহিলা বুথ সভানেত্রী)
এছাড়াও একাধিক বিজেপির বুথ সভাপতি ও প্রচুর বিজেপির কর্মী সমর্থক। এই একই মঞ্চ থেকে এলাকার মাহে রমজান উপলক্ষে প্রায় ৫০ জন মানুষের হতে বস্ত্র তুলে দেওয়া হয়।