নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: শুক্রবার ২৪,অক্টোবর :: শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মেমারীর কেষ্টপুর মোড়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বাইকের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বাইক আরোহী আহত আরও একজন।

মেমরিতে আহত বাইক আরোহী
স্থানীয় টোটো চালকরা তাদের উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক এক যুবককে মৃত ঘোষণা করে ও অপর যুবকের পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্ধমান হাসপাতালে রেফার করা হয় ।
ঘটনাস্থলে পৌঁছেছে মেমারি থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় এদিনও সাতগেছিয়া থেকে মেমারীর দিকে একটি বাস আসছিল।
কেষ্টপুর মোড়ে তার নির্দিষ্ট স্টপেজে দাঁড়ানোর জন্য অপরদিকে মেমারি থেকে আসা বাইকটি রং সাইডে গিয়ে বাসটিকে ধাক্কা মারে। এখনো পর্যন্ত ওই দুই যুবকের পরিচয় পাওয়া যায়নি।

