নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শুক্রবার ১৭,অক্টোবর :: মেয়াদ উত্তীর্ণ সামগ্রী দেওয়ার অভিযোগ দুয়ারে রেশনে, চাঞ্চল্য ছড়ালো কোচবিহার শহর সংলগ্ন দুই নং কালীঘাট রোডে এলাকার ঘটনা ।খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে কোতওয়ালি থানার পুলিশ ও খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিক ।
স্থানীয় সূত্রে জানা যায় কোচবিহার ২ নং কালীঘাট রোডের বাসন্তী মন্দিরে দুয়ারে রেশনের ক্যাম্প বসে। আর এই ক্যাম্পের থেকে দেওয়া আটার প্যাকেটগুলোর মেয়াদ আজকেই শেষ হবে। গ্রাহকদের অভিযোগ, তিনি ১৭ টি আটার প্যাকেট পেয়েছেন কিন্তু বাড়িতে গিয়ে আটার প্যাকেট গুলোর মেয়াদ দেখেন আজকে শেষ হবে।
একদিনে কি করে ১৭ টি আটার প্যাকেট শেষ হবে এই প্রশ্নই করেন তিনি। পাশাপাশি এই রেশন ডিলারের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ সামগ্রিক প্রদানের অভিযোগ তোলেন।
যদিও রেশন ডিলারের দায়িত্বে থাকা ব্যক্তি জানান, ভুলবশত এই আটার প্যাকেটগুলো চলে এসেছে। দ্রুতই আটার প্যাকেট গুলো পরিবর্তন করে দেওয়া হবে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে।