নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: সোমবার ১৮,নভেম্বর :: -মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে । গ্রেফতার বাবা । দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ঘটনা। অভিযোগ, মা বাড়িতে না থাকার সুযোগে দিনের পর দিন ধর্ষণের শিকার নাবালিকা মেয়ে। নাবালিকা মেয়ের অভিযোগ , রবিবার রাত্রে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন বাবা ।
বাড়িতে মা না থানার সুযোগে মেয়েকে রাত ভোর ধর্ষণ করে। ভোরের আলো ফুটতেই ঘর থেকে কোন ক্রমে বেরিয়ে প্রতিবেশীদের গোটা বিষয়টি জানায় ওই নাবালিকা । ঘটনার কথা জানাজানি হতেই প্রতিবেশীরা জড়ো হয় এলাকায়। বাড়ি থেকে বের করে শুরু হয় মারধোর।
ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ গিয়ে অভিযুক্ত বাবাকে উদ্ধার করে গ্রেফতার করে। নাবালিকাকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয় বারুইপুর হাসপাতালে।
পুলিশ সূত্রে খবর , দীর্ঘ দুমাস ধরে মাঝে মধ্যেই মা না থাকার সুযোগে নাবালিকা মেয়েকে ধর্ষণ করে আসছিল বাবা। ভয়ে লজ্জায় কাউকে কিছুই বলেনি সে । রবিবার রাতে চরম অত্যাচারের শিকার হয় ওই নাবালিকা।
ধর্ষণের কথা প্রতিবেশীদের জানাতেই অভিযুক্তকে বাড়ির সামনে বেঁধে রাখেন ও মারধর করেন । এরপর খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে ও অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।