নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: সোমবার ১৩,অক্টোবর :: দুর্গাপুরে ছাত্রী ধর্ষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কটাক্ষ করে তীব্র আক্রমণ শানালেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক মোঃ সেলিম।
বর্ধমান স্টেশন চত্বরে নওজোয়ান ভারত সভার শতবর্ষ উপলক্ষে অনুষ্ঠিত ডিওয়াইএফআই-র সমাবেশে তিনি বলেন,“মুখ্যমন্ত্রী বলছেন, মেয়েরা রাতে কেন বেরোবে! তাহলে রাজ্যের অবস্থা কী দাঁড়িয়েছে? অভয়া কাণ্ডের পরে রাস্তায় দখল কেন হয়েছিল? দক্ষিণপন্থীদের উত্থান মানেই হচ্ছে মেয়েদের ঘরে ঢুকিয়ে দেওয়া।”
তিনি আরও বলেন, “একটা ছাত্রী পড়তে এসেছে অন্য রাজ্য থেকে, দুর্গাপুরে অভয়াকান্ডের পরে মুখ্যমন্ত্রী অনেক ঘোষণা করেছিলেন। তাহলে কী ব্যবস্থা নিলেন? পুলিশ কতটা অপদার্থ হয়ে পড়েছে! এখন তাদের কাজ শুধু কয়লা-চোর, বালি-চোর আর পার্থ চট্টোপাধ্যায়দের পাহারা দেওয়া”।
এদিন বর্ধমানে পালিত হয় নওজোয়ান ভারত সভার শতবর্ষ। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের এক উজ্জ্বল অধ্যায় রচনা করেছিল এই সংগঠন।