নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ২৭,জুলাই :: এতদিন ধরে মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে বাংলা সিনেমার এতো খ্যাতি হয় নি। ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন এ বাংলা ছবির জয়জয়কার৷ চলতি বছর মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবে বাংলা সিনেমা বিশেষ জায়গা করে নিয়েছে৷
একটি অসাধারণ নির্বাচন উপস্থাপন করতে পেরে গর্বিত, যা বাংলা সিনেমার গভীরতা এবং সমৃদ্ধি প্রদর্শন করে। তিনটি ছবি সকলের মন জয় করেছে। সেই তালিকায় আছে – দ্য কালার ইয়েলো, কবুলিওয়ালা ও পদাতিক।
সৌরসেনী মৈত্র অভিনীত মধুরিমা সিনহা পরিচালিত ‘দ্য কালার ইয়েলো’ শর্ট ফিল্মটি মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে৷ । ‘দ্য কালার ইয়েলো’-এ সৌরসেনী মৈত্র মর্মস্পর্শী অভিনয় করেছেন, যা দৃশ্যত আকর্ষণীয় ও সকলের নজর কেড়েছে৷
এছাড়া সকলের নজর কেড়েছে কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা ছবিটি পরিচালনা করেছেন সুমন ঘোষ। কাবুলিওয়ালা কাবুলের একজন ব্যক্তির কালজয়ী গল্পকে জীবন্ত করে তুলেছে কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং খুদে অভিনেত্রী অনুমেঘা কাহালি এই ছবিতে দারুণ অভিনয় করেছেন৷
কাবুলিওয়ালা ও মিনির দুর্দান্ত জুটি এবং তাঁদের স্পর্শকাতর বন্ধন সকলের মন কেড়ে নিয়েছে৷ আর এই তালিকায় স্থান পেয়েছে পদাতিক। পরিচালক সৃজিত মুখার্জি পরিচালিত ‘পদাতিক’ ছবিটি মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে৷ যা সকলের মন কেড়ে নিয়েছে৷ ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মনামী ঘোষ, বিজন ভট্টাচার্য, ধৃতিমান চট্টোপাধ্যায় -সহ আরও অনেকে।