মেলা শুরুর আগেই রক্তাত সাগর: লাইট হাউস মোড়ে অটোর তাণ্ডবে গুরুতর আহত ২

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ২৮,ডিসেম্বর :: গঙ্গাসাগর মেলার পুণ্যলগ্ন সমাগত। যখন দেশ-বিদেশের লক্ষ লক্ষ তীর্থযাত্রীর নিরাপত্তায় প্রশাসন কোমর বেঁধে নামছে, ঠিক তখনই এক ভয়াবহ পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সাগরে।

রবিবার সকালে গঙ্গাসাগরের লাইট হাউস মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী অটো ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় এক সাইকেল আরোহী এবং অটোর এক মহিলা যাত্রী অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ​স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে গঙ্গাসাগর থেকে যাত্রী বোঝাই করে একটি অটো বেপরোয়া গতিতে কচুবেড়িয়ার দিকে যাচ্ছিল। লাইট হাউস মোড়ের কাছে পৌঁছাতেই চালক নিয়ন্ত্রণ হারান।

নিয়ন্ত্রণহীন অটোটি প্রথমে রাস্তার পাশে থাকা এক সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মারে এবং এরপরই সজোরে আছাড় খেয়ে রাস্তার ওপর উল্টে যায়।

অটোর ভেতর থাকা যাত্রীদের আর্তনাদ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরাই রক্তাত অবস্থায় আহতদের উদ্ধার করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের তৎক্ষণাৎ সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের মতে, সাইকেল আরোহী এবং এক মহিলা যাত্রীর আঘাত অত্যন্ত গুরুতর। ​

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 5 =