নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: রবিবার ৩,মার্চ :: মুর্শিদাবাদের নবগ্রাম-বহরমপুর সংযোগকারী এন এইচ -১২ জাতীয় সড়কের মেহেদীপুর এলাকায় আজ একটি মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের গাফিলতি ও অব্যবস্থাপনার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবের ও ট্রাফিক পুলিশদের গাফিলতির কারণে এই সড়কে দুর্ঘটনার আশঙ্কা ছিল। কিন্তু প্রশাসন বারবার অভিযোগ পাওয়ার পরও কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।
দুর্ঘটনার পরপরই বহরমপুর ও নবগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তবে স্থানীয় বাসিন্দারা পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ।
এমন প্রাণঘাতী দুর্ঘটনার পরও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর প্রতিক্রিয়া দেখা যায়নি। স্থানীয়দের দাবি, যদি আগেভাগেই ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নত করা হতো, তাহলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।