নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শক্তিগড় :: বুধবার ৭,মে :: পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার আটাগড় থেকে মোটরসাইকেলে চোড়ে বাবা ও ছেলে গলসি হয়ে অভিরামপুর যাওয়ার পথে ১৯ নং জাতীয় সড়ক কুলগড়িয়া ফ্লাইওভারে লরির ধাক্কায় মৃত্যু হল বাবার।
গুরুতর জখম অবস্থায় ছেলে সেখ সুলতান চিকিৎসাধীন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। মৃতের নাম শেখ ওসমান (৪৫) । শক্তিগড় থানার আটাগড়ে তার বাড়ি। জানা গেছে ধান কাটার হারভেস্টার গাড়ি ছিল তার সেই ধান কাটার গাড়ি অভিরামপুরে চলছিল।
এদিন সকালে ছেলের মোটরসাইকেলে চড়ে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে অভিরামপুর যাওয়ার পথে কুলগড়িয়া ফ্লাইওভারে অজানা লরির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় শেখ ওসমানের ও ছেলে সেখ সুলতানকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।