নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নলহাটি :: মঙ্গলবার ২২,জুলাই :: ঘটনাটি বীরভূমের নলহাটি শহরের আজিমগঞ্জ রেলগেটের সামনে। সোমবার বেলা বারোটার সময় একটি মোটর বাইক নলহাটি আজিমগঞ্জ রেলগেট বন্ধ থাকার কারণে,
মোটরসাইকেলটি গেটের সামনেই ছিল, মোটরসাইকেল আরোহী দেখতে পান তার মোটর বাইকে ধোয়া উঠছে। আতঙ্কে ওই ব্যক্তি মোটর বাইকটি ছেড়ে পালিয়ে যায়।
স্থানীয় এক ব্যক্তি জানায় রেলগেটের সামনে মোটর বাইকটি দাউ দাউ করে আগুন লেগে যায় কোন যান্ত্রিক ত্রুটির জন্য। যা দেখে এলাকার স্থানীয়রা আতঙ্কে পড়ে যায়।
নলহাটি রেল পুলিশ এবং নলহাটি থানার পুলিশ এর সহযোগিতায় ওই বাইকটি আগুন নেভানো হয়। ঘটনাস্থল থেকে উধাও বাইকের মালিক। এখনো জানা যায়নি বাইকটি কার।