নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::বর্ধমান :: সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়নের রাজ্য কমিটির অফিস সম্পাদক তপন মুখার্জি জানান, বিভিন্ন জেলায় পুলিশি নির্যাতন চলছে, মোটর ভ্যান চালকের থেকে ধরে ধরে টাকা নেওয়া হচ্ছে।তারা সুস্থভাবে বাঁচার চেষ্টা করছে তাদের কোন কাজের ব্যবস্থা নেই তাদের ওপর পুলিশি নির্যাতন চলছে, পাশাপাশি মোটর ভ্যান চালকদের লাইসেন্স দেওয়া প্রমূখ দাবি নিয়ে এদিন তাদের বিক্ষোভ ও ডেপুটেশন। মঙ্গলবার সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়ন এর পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা শাসক পুলিশ সুপারের নিকট বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি দেওয়া হয়।