মোটা টাকা দিয়ে বালিঘাট নেওয়ার পরেও শ্রমিক অসন্তোষের জেরে বালি তোলার কাজ এখনো শুরু করতে পারেননি ঘাট মালিক ‌।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ২৩,ফেব্রুয়ারি :: বালিঘাট মালিক এবং শ্রমিকদের অসন্তোষের জেরে উত্তেজনা কর পরিস্থিতি সেই ছবি ধরা পরলো পূর্ব বর্ধমানের রায়না দু’নম্বর ব্লকের উচালন অঞ্চলের একলক্ষী এলাকায়।

মোটা টাকা দিয়ে বালিঘাট নেওয়ার পরেও শ্রমিক অসন্তোষের জেরে বালি তোলার কাজ এখনো শুরু করতে পারেননি ঘাট মালিক ‌। দ্বারকেশ্বর নদের ওপরে রয়েছে বালি খাদ । এই বালিঘাটে বাবলা এবং নবীনগঞ্জ এলাকার প্রায় ৪২০ জন শ্রমিক কাজ করতেন ইতিপূর্বে ।

বিগত ৬ বছর ধরে এই বালিঘাটটি বন্ধ রয়েছে। ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে নতুন করে এই বালিঘাট চালু করার জন্য প্রয়োজনীয় অনুমতি পেয়েছেন নতুন মালিক ।

যে পরিমাণ বালি জমে রয়েছে সেই বালি তুলতে হলে যন্ত্রের সাহায্য প্রয়োজন বলছেন ঘাট মালিক । কিন্তু শ্রমিকদের দাবি যে ৪২০ জন শ্রমিক তারা কাজ করতেন তাদের পুনরায় কাজে নিতে হবে এবং তাদের দিয়েই ওই বালি উত্তোলন করতে হবে ঘাট মালিককে।

কোন যন্ত্রের ব্যবহার করা যাবে না বলে দাবি তুলেছেন এলাকার শ্রমিকরা । ঘাট কর্তৃপক্ষ তাদের জানিয়েছেন তাদের প্রত্যেকটি কাজে নেওয়া হবে কিন্তু যে পরিমাণ বালি রয়েছে তাতে যন্ত্রের সাহায্য না নিলে বালি তোলা সম্ভব হবে না । আর এই চাপানউতোর কে ঘিরেই ক্রমশ উত্তপ্ত হচ্ছে ওই এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 18 =