নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ১০,জুলাই :: মালদার মোথাবাড়ি বিধানসভা যুব তৃণমূলের উদ্যোগে একুশে জুলাই-এর প্রস্তুতি সভা হয়ে গেল আজ। এদিন এই সভা অনুষ্ঠিত হল মোথাবাড়ি সুকান্ত ভবনে।সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম নূর, জেলা যুব-তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস, জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী প্রতিভা সিং, কালিয়াচক-২নং ব্লক তৃণমূল সভাপতি ফিরোজ সেখ, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রফিকুল ইসলাম সহ অন্যান্যরা।
তারা সকলে মিলে একুশে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ সফল করতে প্রচার চালান। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য একুশে জুলাই কোলকাতার ধর্মতলার শহিদ সমাবেশে যোগ দেওয়ার আবেদন জানান।