নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বৃহস্পতিবার ২৫,মে :: মোদিজির দয়ায় অধীর চৌধুরী লোকসভায় বিরোধী দলনেতার স্ট্যাটাস ভোগ করছেন। মন্তব্য শুভেন্দুর। বুধবার হাওড়া গ্রামীণ জেলার এক কর্মসূচিতে এসে এই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এদিন শুভেন্দু অধিকারী বলেন, মোদিজির দয়ায় কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী বিরোধী দলনেতার মর্যাদা স্ট্যাটাস ভোগ করছেন।
ওদের হাতে সংসদে সংখ্যা না থাকা সত্বেও মোদিজি ওনাকে বিরোধী দলনেতার মর্যাদা পাবার সুযোগ করে দিয়েছেন। শুভেন্দু অন্য প্রসঙ্গে বলেন, রাজ্যে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হয়না। ক্যাশ আনলে তবে বেড পাওয়া যায়। আর কার্ড নিয়ে হাসপাতালে এলে বলা হয় বেড নেই। মুখ্যমন্ত্রীর পরিবার চিকিৎসা করাতে আমেরিকায় ছোটেন। আর এখানে স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা পাওয়া যায়না।
আয়ুষ্মান ভারতে একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া গোটা দেশের মানুষ পরিষেবা পান। রাজ্য সরকারের দুর্নীতি, তৃণমূলের সন্ত্রাস এবং হাওড়া গ্রামীণ জেলা জুড়ে বিজেপি কর্মীদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে হাওড়া জেলা গ্রামীণ বিজেপির ডাকে বুধবার পদযাত্রা এবং প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন তিনি।
এদিন উলুবেড়িয়ার কাটলিয়া থেকে শুভেন্দু অধিকারীর পথযাত্রা শুরু হয়। দুই কিলোমিটার হাঁটার পর নিমতলায় একটি জনসভা করেন তিনি। নিমতলার একটি মাঠে যেখানে সভা করেন সেই মাঠে প্রথমে অনুমতি দেয়নি স্থানীয় রাজাপুর থানা।