নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: বুধবার ১৭,সেপ্টেম্বর :: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে তাঁকে নিয়ে নতুন একটি বায়োপিক তৈরির ঘোষণা করা হলো। এই বিশেষ দিনকে কেন্দ্র করে প্রযোজক সংস্থা জানিয়েছে, ছবিটি হবে মোদির জীবনকেন্দ্রিক—চা বিক্রেতা থেকে দেশের প্রধানমন্ত্রী হয়ে ওঠার লড়াই ও যাত্রাপথই এতে প্রধানভাবে ফুটে উঠবে।
চলচ্চিত্র নির্মাতাদের মতে, ছবিতে মোদির শৈশব, তাঁর পারিবারিক সংগ্রাম, রাজনৈতিক উত্থান, দেশ পরিচালনার অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ভাবমূর্তি উজ্জ্বল করার অধ্যায়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হবে।
মোদির চরিত্রে অভিনয় করবেন মালয়ালম তারকা উণ্মি মুখুন্দন
ইতিমধ্যেই ছবির কাহিনি লেখা শুরু হয়েছে এবং চিত্রনাট্যের খসড়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নমোকে অনন্য উপহার দিল সিলভার কাস্ট ক্রিয়েশনস। তাঁদের তরফে ঘোষণা করা হল মোদির বায়োপিক ‘মা বন্দে’ এর নাম।
কীভাবে একজন সাধারণ মানুষ থেকে রাষ্ট্রনায়ক হলেন তার গল্প ফুটে উঠবে এই ছবির মাধ্যমে। তবে গোটা ছবি জুড়েই বিশেষভাবে জোর দিয়ে দেখানো হবে মায়ের সঙ্গে নমোর সম্পর্কের গভীরতা।
নায়ক নির্বাচন নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে বলেও জানা গেছে। মোদির চরিত্রে সিনেমায় অভিনয় করবেন মালয়ালম তারকা উণ্মি মুখুন্দন। চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন ক্রান্তি কুমার সি.এইচ। প্রযোজক ভীর রেড্ডি এম। ছবিটি তৈরি করা হবে আন্তর্জাতিক মানের।
নির্মাতাদের দাবি, এই বায়োপিক হবে বাস্তবঘন ও অনুপ্রেরণামূলক, যা আগামী প্রজন্মকে মোদির জীবন থেকে শিক্ষা নিতে উদ্বুদ্ধ করবে। প্রধানমন্ত্রীর জন্মদিনে এই ঘোষণা মোদি-ভক্তদের মধ্যে উচ্ছ্বাস বাড়িয়েছে। রাজনৈতিক মহলেও এ নিয়ে কৌতূহল তুঙ্গে। ছবির শুটিং শীঘ্রই শুরু হবে বলে জানা গেছে।