মোদির পরে সিঙ্গুরে এবার আসছেন মমতা বন্দোপাধ্যায় – তিনি কি শিল্পের ইঙ্গিত দেন সেদিকেই তাকিয়ে আমজনতা

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: মঙ্গলবার ২০,জানুয়ারি :: আগামী ২৮ জানুয়ারি সিঙ্গুরে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুধু সভা নয়, সেই মঞ্চ থেকেই বাংলার বাড়ি প্রকল্পের কিস্তি প্রদান করা হবে। মুখ্যমন্ত্রীর সফরের খবর চাউর হতেই সাজ সাজ রব জেলাজুড়ে।

শিল্পের কোনও বার্তা দেন কিনা, সেই দিকেই নজর রয়েছে সবার। কোনও বড় ঘোষণা হতে পারে বলেও জল্পনা। এবার মোদির সভার পরই সেই সিঙ্গুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এদিকে ইতিমধ্যেই সিঙ্গুরে ৫০০ কোটি টাকার বিনিয়োগের সিলমোহর দিয়েছে রাজ্যমন্ত্রী সভা বলে শোনা যাচ্ছে ।১১.৩৫ একর জমি বরাদ্দ করা হয়েছে। কাজ শুরু হয়েছে বলেও খবর। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সভা থেকে বাংলার আবাস যোজনার কিস্তির টাকাও প্রদান করা হবে।

বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পথে সিঙ্গুর অনুঘটকের কাজ করেছিল। শিল্পের নামে জোর করে কৃষকদের থেকে জমি নেওয়ার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত ছিনিয়ে নেওয়া সেই জমি ফিরিয়ে দিয়েছেন চাষিদের।

ক্ষমতায় আসার ১৫ বছর পর আবার ফের পাখির চোখ সেই সিঙ্গুর। এবারে কি সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নতুন কিছু শিল্প সম্ভাবনার কথা ঘোষণা করতে চলেছেন ? সেদিকেই এখন তাকিয়ে সিঙ্গুরবাসী সহ গোটা রাজ্যের মানুষ ।

প্রধান মন্ত্রীর সভার আগেই বিজেপি সিঙ্গুরে শিল্প সম্ভাবনা ও টাটাদের ফেরান নিয়ে মানুষের ঔৎসুক্য ছিল তুঙ্গে কিন্তু শেষে প্রধানমন্ত্রীর এই সভা কিন্তু শিল্প নিয়ে পর্বতের মূষিক প্রসব করেছে আর বঙ্গ বিজেপিতে শুরু হয়েছে এক টালমাটাল পরিস্থিতি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 6 =