কুমার মাধব :: সংবাদ প্রবাহ ::মালদা :: পাঞ্জাবে বিক্ষোভের ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাথা থেকে ফাড়া সরাতে শুক্রবার সকাল থেকেই শিব পূজার রত হলেন ভারতীয় জনতা যুব মোর্চা মালদা জেলা কমিটির কর্মীরা। এদিন ইংরেজবাজার পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কুলি পাড়া এলাকায় শিব পূজায় রত হন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে দলীয় কর্মীরা।
তার পাশাপাশি পাঞ্জাবের ঘটনার পর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির দীর্ঘায়ু কামনা করে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে দেখা যায়। রীতিমতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম গোত্র সহকারে শিব পূজায় ব্রত হতে দেখা যায় কর্মীদের।