নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তাহেরপুর :: শনিবারে ২০,ডিসেম্বর :: নদিয়ার তাহেরপুরে মোদির সভায় যোগ দিতে এসে রেল লাইনের পাশে শৌচকর্ম করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো ৩ জনের, ঘটনায় আহত আরও ১ জন।
সূত্রের খবর,শনিবার সকালে তাহেরপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেল লাইনের পাশে প্রাতঃকর্ম করছিলেন কিছু ব্যক্তি। অভিযোগ, সেই সময় হঠাৎই ট্রেন এসে পড়ে। ঘটনায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ৩ জনের আহত আরও ১ জন। আহত এক ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, আহত ও মৃত প্রত্যেকের বাড়ী মুর্শিদাবাদ জেলার বড়য়া বিধানসভা এলাকায়। মৃত তিনজনের নাম, রমা প্রসাদ ঘোষ (৭২), মুক্তিপদ সূত্রধর (৬৩), গোপীনাথ দাস (৪৭) শনিবার তাহেরপুরে হতে চলা প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে এসেছিলেন তারা।
ভোর রাতে তাহেরপুর এসে সকালে শৌচকর্ম করতে রেল লাইনের ধারে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। পরে কৃষ্ণনগর জিআরপিকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে।

