মোদি ভয় পান মার্কিন প্রেসিডেন্ট র্ট্রাম্পকে — কটাক্ষ রাহুলের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: বৃহস্পতিবার ১৬,অক্টোবর :: আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানায় নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, “মোদি আসলে ট্রাম্পকে ভয় পান।

তাই আন্তর্জাতিক মঞ্চে ভারতের স্বার্থে জোরালো অবস্থান নিতে পারেন না।” তাঁর মতে, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদির সম্পর্ক শুধুমাত্র “রাজনৈতিক সুবিধা” ও “চিত্রনির্ভর প্রচার” পর্যন্তই সীমাবদ্ধ।

রাহুলের বক্তব্য, “যখন ট্রাম্প প্রশাসন ভারতের বাণিজ্য নীতির বিরুদ্ধে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছিল, তখন মোদি নীরব থেকেছেন। কারণ তিনি চেয়েছেন ব্যক্তিগত বন্ধুত্ব রক্ষা করতে, দেশের স্বার্থ নয়।” তিনি আরও বলেন, “ভারতের প্রধানমন্ত্রীকে যদি বিদেশি নেতাদের সামনে ভয় পেতে হয়, তাহলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।”

এদিন রাহুল মোদি সরকারের পররাষ্ট্রনীতিরও কঠোর সমালোচনা করেন। তাঁর অভিযোগ, “চীন, আমেরিকা বা অন্য কোনো বৃহৎ শক্তির সঙ্গে সম্পর্ক গড়ার সময় সরকার বারবার দেশের নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্যকে বিসর্জন দিয়েছে।”

তবে বিজেপির পক্ষ থেকে এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। দলের মুখপাত্র সম্বিত পাত্র পাল্টা বলেন, “রাহুল গান্ধীর বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। প্রধানমন্ত্রী মোদি আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের গৌরব বৃদ্ধি করেছেন। ট্রাম্প থেকে শুরু করে বাইডেন পর্যন্ত, সবাই ভারতের নেতৃত্বের প্রশংসা করেছেন।”

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাহুল গান্ধী আবারও পররাষ্ট্রনীতি ও নেতৃত্বের ইস্যুতে মোদিকে কোণঠাসা করার চেষ্টা করছেন। অন্যদিকে বিজেপি এই মন্তব্যকে ‘রাজনৈতিক নাটক’ বলেই উড়িয়ে দিয়েছে।

দেশজুড়ে রাহুলের এই মন্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র তরজা। এখন দেখার বিষয়, এই নতুন আক্রমণে আদৌ বিজেপির গায়ে আঁচ লাগে কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + thirteen =