সুদেষ্ণা মন্ডল :: দক্ষিণ ২৪ পরগনা :: ভাঙড় :: সংবাদ প্রবাহ :: মোবাইলে আসক্তি, ফোন কেড়ে নেওয়ায় আত্মঘাতী অষ্টম শ্রেণির ছাত্রী। ঘটনাটি ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের গোয়ালবাড়ির। মৃত ছাত্রীর নাম রিমি ঘোষ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল নিয়ে ব্যাস্ত ছিলো ভোজেরহাট সারদা বিদ্যাপিঠের অষ্টম শ্রেণির ছাত্রীটি। বারবার পড়ার কথা বললেও মায়ের কোন কথায় কর্ণপাত করছিলো না। শেষে বকাবকি করায় পড়ার কথা বলে নিজের ঘরে যায় ঐ ছাত্রীটি। রাতে খাওয়ার কথা বলতে গেলে তাঁকে নিজের ঘরেই ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তাঁর মা। পরে এলাকার সাধারণ মানুষ উপস্থিত হয়ে কাশিপুর থানায় খবর দিলে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে জিরানগাছা হসপিটালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বুধবার সকালে কাশিপুর থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। স্কুল দীর্ঘদিন ধরে বন্ধ। বাড়িতে সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যাস্ত থাকছে ছোট থেকে বড় শিক্ষার্থীরা। তার কারণেই মোবাইলের প্রতি আসক্তি বাড়ছে প্রত্যেকদিনই। মোবাইল না পেয়ে সেকারণেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে শহর থেকে শহরতলীর ছাত্র ছাত্রীরা।
ভাঙড়ের মৃত ছাত্রীর পরিবারের দাবি, স্কুল ছুটি থাকায় দীর্ঘদিন বাড়িতে বসে থাকায় মোবাইল নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকতো রিমি। মোবাইল কিনে দেওয়ার জন্য বারবার জোর করত। একবছর আগে একটি স্মার্ট ফোন কেনে মৃত ছাত্রীর বাবা।অভিযোগ তারপর থেকে সংরক্ষণ মোবাইল নিয়ে পরে থাকত। গেম খেলতো। নিষেধ করলে শুনতো না। মঙ্গলবার সন্ধ্যায় পড়ার কথা বললেও পড়ছিলো না ঐ ছাত্রী। পরে মায়ের বকাবকিতে আত্মঘাতী হয়েছে।