সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: শনিবার ১২,এপ্রিল :: ক্যানিং পূর্ব বিধানসভার ভাঙড় ১ নম্বর ব্লকের চন্দনেশ্বর থানার বাকরি গাজিরহাট এলাকায় ঘটে গেল চাঞ্চল্যকর এক ঘটনা। মোবাইল চোর সন্দেহে আমিরুল লস্কর নামের এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল এলাকারই কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাত প্রায় ১১টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী আমিরুলের বাড়িতে ঢুকে তাকে মারধর করতে করতে তুলে নিয়ে যায়। পরবর্তীতে শনিবার তার দেহ উদ্ধার হয় স্থানীয় একটি পুকুর থেকে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দনেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে ।
মৃতের স্ত্রী নাসিমা খাতুন জানান, তার স্বামীকে পরিকল্পিত ভাবে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। তিনি আরও দাবি করেন, বিয়ের আগে আমিরুলের বিরুদ্ধে চুরির অভিযোগ থাকলেও বিয়ের পর থেকে তিনি সৎভাবে ভ্যান চালিয়ে সংসার চালাতেন।
স্বাভাবিক ভাবে এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় । গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।