মোহাম্মদ বাজার থানার পক্ষ থেকে বিভিন্ন স্কুল পড়ুয়াদের এবং স্থানীয় জনসাধারণের নিয়ে পালিত হলো মহান ভারতবর্ষের ৭৯ তম স্বাধীনতা দিবস

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মহম্মদ বাজার :: শুক্রবার ১৫,আগস্ট :: বীরভূমের মোহাম্মদ বাজার থানার পক্ষ থেকে বিভিন্ন স্কুল পড়ুয়াদের এবং স্থানীয় জনসাধারণের নিয়ে পালিত হলো মহান ভারতবর্ষের ৭৯ তম স্বাধীনতা দিবস।

ব্রিটিশ বন্দিদশা থেকে ভারতবর্ষের মুক্তির স্বপ্ন,, আকাঙ্খা আর চাহিদায় দিন গুনেছিলেন প্রতিটা মানুষ..দেশের মাটি ফিরে পাওয়ার লড়াই,, যুদ্ধ,, আন্দোলন আর নিজেদের স্বতন্ত্রতা বাঁচিয়ে রাখার অক্লান্ত চেষ্টা..অন্যায় অত্যাচার,, সহস্র প্রাণের বলিদানের শেষ দিন ১৯৪৭ সালের ১৫ আগস্ট.. শহিদের রক্ত বিফলে না যাওয়ার সেই ১৫ আগস্ট |

স্বাধীনতা সংগ্রামীদের স্পর্ধায় হাজার অপমানের পর নিজের মর্যাদা ফিরিয়ে আনার সেই ভারতবর্ষ আজও সমান মহিমায় উদ্ভাসিত।

অনুষ্ঠান শেষে স্কুল পড়ুয়াদের মধ্যে মিষ্টি ও চকলেট বিতরণ করা হয়, আবারো মোহাম্মদ বাজার প্রশাসন সকলকেই আন্তরিকতার সাহায্যে জানিয়ে দেন মোহাম্মদ বাজার থানা সর্বদাই সকলের পাশে এবং সকলের সাথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 2 =