নিজস্ব সংব্দ্দাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: রবিবার ৩১,আগস্ট :: হাওড়া,মৌড়ীগ্রাম ইন্ডিয়ান ওয়েল ডিপোর ট্যাঙ্কার চালক ও হেল্পাররা আজ থেকে স্ট্রাইকে নেমেছেন। তাদের স্পষ্ট দাবি—নতুন নো-এন্ট্রি নিয়ম এবং পুলিশের হয়রানি বন্ধ করতে হবে, নইলে গাড়ি নামানো হবে না।
চালকদের অভিযোগ বিভিন্ন পাম্পে তেল পৌঁছে দিতে গিয়ে মাঝপথে পুলিশ গাড়ি আটকে কেস দিচ্ছে, বেআইনিভাবে টাকা আদায় করছে।নতুন নো-এন্ট্রি নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত শহরে ট্যাঙ্কার ঢুকতে পারবে না দুপুর ১২টা থেকে ৪টার মধ্যে স্বল্প সময়ে সব পাম্পে তেল সরবরাহ সম্ভব হচ্ছে না।
রাত ১২টার পর গাড়ি চালানো কোম্পানির নিয়মে নিষিদ্ধ। ফলে কার্যত চালকদের পক্ষে কাজ করা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। চালকদের বক্তব্য, জ্বালানি তেল জরুরি পরিষেবার মধ্যে পড়ে। তাই আগে যেমন নিয়ম ছিল, সেই মতোই চলাচলের অনুমতি দিতে হবে।
আজ থেকে ট্যাঙ্কার বন্ধ রাখার ফলে জেলার বিভিন্ন পাম্পে জ্বালানি সরবরাহে টান পড়তে পারে। দীর্ঘায়িত হলে দেখা দিতে পারে তীব্র জ্বালানি সংকট।