মৌমাছির আক্রমণে আক্রান্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ বেশ কয়েকজন পড়ুয়া

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::বলরামপুর  :: শুক্রবার ২৫,এপ্রিল :: বলরামপুর থানার অন্তর্গত বড়উরমা প্রাথমিক বিদ্যালয়ে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। স্কুলে প্রবেশের সঙ্গে সঙ্গেই হঠাৎ একটি মৌমাছির দল প্রধান শিক্ষিকা সহ কয়েকজন ছাত্রছাত্রীকে আক্রমণ করে।

এই আকস্মিক আক্রমণে প্রধান শিক্ষিকা এবং আরও ৭ জন ছাত্রছাত্রীর শরীরে চুলকানি, ফোলাভাব এবং তীব্র জ্বালাপোড়া শুরু হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনল পাল জানান, “আমরা স্কুল খুলেই ভিতরে ঢুকছিলাম। ঠিক তখনই মৌমাছির দল আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। পরিস্থিতি খুবই আতঙ্কজনক হয়ে উঠেছিল।”

ঘটনার গুরুত্ব বুঝে বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক তৎক্ষণাৎ একটি চারচাকা গাড়ির মাধ্যমে আক্রান্তদের বলরামপুরের বাঁশগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানেই আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে সকলেই স্থিতিশীল রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

এই ঘটনায় বিদ্যালয় চত্বরে পোকামাকড় নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের তরফে। প্রশাসন সূত্রে জানা গেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + fourteen =