নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ৫,জুলাই :: গ্রীষ্ম ও বর্ষার মানুষের পরম বন্ধু ছাতা। এই দুই ঋতুতে ছাতা ছাড়া যেন জীবন বৃথা। প্রত্যেক বছর শিলিগুড়ির বিধান মার্কেটের বিভিন্ন দোকানগুলিতে ছাতার সম্ভার বসে।
বিধান মার্কেটে ছাতায় জল পড়লে ফুল ফুটছে !!
শিলিগুড়ি তো বটেই শিলিগুড়ির আশেপাশের এলাকা গুলি থেকেও প্রচুর ক্রেতাদের আগমন ঘটে বিধান মার্কেটের রং বেরঙের বিভিন্ন ডিজাইনের ছাতা কিনতে। এবারও দেখা গেল সেই রকমই চিত্র। এবারও প্রত্যেক বছরের মত ছাতার চাহিদা রয়েছে তুঙ্গে।
জল পড়লে পাল্টে যাচ্ছে ছাতার রং! অবাক হলেও সত্যি ঘটনা, বৃষ্টির জল পড়লেই ফুটে উঠছে নকশা।
এই ছাতাটির চাহিদা সবথেকে বেশি। ৮ থেকে ৮০ সকলে এসেই ছাতার দোকানে রং বদলানো ছাতা চাইছেন। দামও সাধ্যের মধ্যে ৩০০ টাকা ৩৫০ টাকা থেকে শুরু। চার-পাঁচ রকমের রং রয়েছে। এই ধরনের ছাতা গুলি ক্রেতাদের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছে।
বিক্রেতাদেরও মুখে হাসি ফুটেছে, দেদার বিক্রি হচ্ছে বাহারি ছাতা। প্রসঙ্গত বিধান মার্কেটের একজন ছাতা বিক্রেতা জানিয়েছেন এবারে ছাতার চাহিদা ভালোই রয়েছে, তবে নকশা বদল ছাতার চাহিদা সব থেকে বেশি। ক্রেতারা এসে সেই ছাতাটি আগে খুঁজছেন। বাজার ভালো থাকায় বিক্রেতাদের মুখে হাসি ফুটেছে।