সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কুলতলি :: রবিবার ১,সেপ্টেম্বর :: নদীর চর অবৈধভাবে দখল করে ম্যানগ্রোভ কেটে বাড়ি নির্মাণ করা অভিযোগে কুলতলির বিজেপির মন্ডল সভাপতিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে,বিজেপির মন্ডল সভাপতি তাপস বাগানি অবৈধভাবে নদীর চরে ম্যানগ্রোভ কেটে বাড়ি তৈরি করছিলেন ।
সেই অভিযোগ পাওয়ার পর শনিবার কুলতলী থানার পুলিশ গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে। থানায় স্থানীয় বনবিভাগ ও জালাবেড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন সরদার যৌথ ভাবে লিখিত অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে তপন বাগানিকে গ্রেফতার করে ।
ধৃতের বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখল , ম্যানগ্রোভ কাটাসহ একাধিক ধারায় মামলার রজু করেছে পুলিশ । ধৃতকে রবিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় । ধৃতকে নিজেদের হেফাজতের চেয়ে আবেদন জানিয়েছে পুলিশ। অন্য দিকে ওই বিজেপি নেতার গ্রেপ্তার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর । স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ ওই নেতা তার নিজের বাড়ি লাগোয়া একটা ঘর বানাচ্ছিলেন ।
রাজনৈতিক প্রতিহিংসা কারণে তৃণমূলের কয়েকজন অভিযোগ দায়ের করে । আর পুলিশ তৃণমূল নেতার কথায় তাদের নেতাকে গ্রেপ্তার করেছে । যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বাভাবিক ভাবেই উড়িয়ে দিয়ে তাদের পাল্টা অভিযোগ নদীর চরের জমি জবরদখল করে ম্যানগ্রোভ নষ্ট করে বাড়ি তৈরি করছিলেন ওই বিজেপি নেতা । সেই জন্যই পুলিশ প্রশাসন তাকে গ্রেফতার করেছে।