ম্যানগ্রোভ ধ্বংসের অভিযোগ হোমস্টের মালিকের বিরুদ্ধে

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কুলতলী :: মঙ্গলবার ১১,মার্চ :: দক্ষিণ ২৪ পরগনার কুলতলী ব্লকের গোপালগঞ্জ অঞ্চলের মাতলা নদীর চরে ম্যানগ্রোভ কাটার অভিযোগ স্থানীয় হোমস্টের মালিক মাসুদের বিরুদ্ধে ।

উল্লেখ্য , এই মাতলা নদীর চর যেখানে বনদপ্তরের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ম্যানগ্রোভ লাগাও কর্মসূচীতে বহু ম্যানগ্রোভ লাগানো হয়েছে পুরো নদীর চর  ঘিরে । যেখানে ঘিরে রয়েছে বড় বড় ম্যানগ্রোভ । হঠাৎ দেখা যায় এলাকার এক প্রভাবশালী হোমস্টের মালিক মাসুদ হোসেন মোল্লা গাছ কাটা শুরু করে ।

বিষয়টি নজরে আসায় এলাকার মানুষ প্রতিবাদে সরব হলেও কারোর কথায় কান না দিয়ে গাছ কাটা চালিয়ে যায়। এরপর খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসন এবং বনবিভাগকে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পিয়ালী বিটের বন আধিকারিক ও কুলতলী থানার পুলিশ।

তবে অভিযুক্তের দাবি তিনি এই গাছ কাটেনি । এই গাছ গুলো কে কেটেছে তা তার জানা নেই । স্থানীয় তৃণমূল নেতা তথা কুলতলী পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ শাহাদাত শেখ বলেন দোষী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =