মৎস্যজীবীদের ওপরে জুলুম প্রতিবাদে বিক্ষোভ

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: পাথরপ্রতিমা :: বুধবার ০৩,ডিসেম্বর :: মৎস্যজীবীদের ওপরে জুলুম চালাচ্ছে রেঞ্জ অফিসার ও বন কর্মীরা। এমনকি বিকল্প কাজের ব্যবস্থা না করে সুন্দরবনের নদী-খাঁড়িতে মাছ কাঁকড়া ধরা বন্ধ করে দিচ্ছে । এই অন্যায় অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হব ।এছাড়া আরো একাধিক দাবী নিয়ে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিসারমেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বুধবার রাম গঙ্গা ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন মৎস্যজীবীরা ।

মূলত তাদের দাবী ফরেস্ট রেঞ্জার অফিসার সহ বনকর্মীদের বেশ কিছু অফিসার নিজেদের প্রভাব খাটিয়ে জুলুম করে মৎস্যজীবীদের জাল, ইঞ্জিন , মাছ ধরার সরঞ্জাম আটক করছে । যার জেরে সুন্দরবনের মৎস্যজীবীরা বিকল্প কাজের পথ খুঁজে নিতে বাধ্য হচ্ছেন ।

অনেকেই তীব্র ভোগান্তির শিকার হচ্ছেন । আগামী দিনে এই অন্যায় ও জুলুম বন্ধ করতে হবে। অন্যদিকে ফরেস্ট অ্যাক্ট ২০০৬ এর আইন অনুযায়ী মৎস্যজীবীদের মাছ-কাঁকড়া ধরার পাট্টা দিতে হবে সরকারকে । নাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবে সুন্দরবনের মৎস্যজীবীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =