নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শুক্রবার :: ১০,জানুয়ারি :: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের নিশ্চিন্তপুরে নদীতে মাছ ধরছিল মৎস্যজীবীরা সেই সময় তাদের জালে হঠাৎই পূর্ণবয়স্ক মৃত ডলফিন ওজন প্রায় এক কুইন্টাল।
খাবারের সন্ধানে এই ডলফিন টি দিক ভুল করে সাগর থেকে নদীতে ঢুকে পড়ে বলে মৎসজীবীদের ধারণা । সমুদ্র থেকে নদীতে ঢুকে পড়ে খাবারের সন্ধানে সেই সময় জেলেদের জালে জড়িয়ে উদ্ধার করেছে মৎস্যজীবীরা । খবর পেয়ে ঘটনাস্থলে যান বনদপ্তরের কর্মীরা