মৎস্যজীবীর জালে পড়ল দৈত্যাকৃতি শঙ্কর মাছ , ভাগ্য খুলে গেল মৎস্যজীবী পরিবারের

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: শনিবার ৩,ফেব্রুয়ারি :: দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ হারুউড পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত আট নম্বর দাসপাড়া এলাকাতে এক মৎস্যজীবীর জালে বিশাল আকৃতির পরপর তিন দিন ধরা পরল শংকর মাছ। গত পরশু ওই মৎস্যজীবির জালে ২১ কেজির শংকর মাছ ধরা পড়েছিল,

এরপর গতকাল ওই মৎস্যজীবীর জালে প্রায় ৩০ কেজির মতন শংকর মাছ ধরা পড়ে, আজ ওই মৎস্যজীবীর জালে প্রায় ৭৫ কেজি ওজনের একটি শংকর মাছ যা দেখে চক্ষু চড়কাজ হয়েছে এলাকার মানুষের। আজ সকালে মুড়িগঙ্গা নদীতে সুধাংশু পুরকায়েত নামে এক মৎস্যজীবী তার পরিবারের সঙ্গে মৎস্য শিকার করার উদ্দেশ্যে রওনা দিয়েছিল।

দুপুর দুটো নাগাদ ওই মৎস্যজীবীর জলে হঠাৎই একটি শংকর মাঝে ঢুকে পড়ে তখন ওই ব্যক্তি বুঝতে পারেনি যে শংকর মাছ ঢুকেছে বলে পরে যখন ডাঙায় জালটাকে নিয়ে আসে তখনই দেখতে পায় বিশাল আকৃতির শংকর মাছ। তবে ওই মৎস্যজীবী এর কাছ থেকে জানা গেছে পরপর তিনদিন শংকর মাছ পেয়েছে ওই ব্যক্তি মুড়িগঙ্গা নদীতে তবে ওই ব্যক্তি জানান নিশ্চিন্তপুর মৎস মার্কেটে এই মাছ টিকে বিক্রয় করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 14 =