মৎস্যজীবীর জালে মাছ নয় , উঠল কুমির

সুদেষ্ণা  মন্ডল  :: সংবাদ প্রবাহ :: বাসন্তী :: মঙ্গলবার ২৯,আগস্ট :: সুন্দরবনের মাতলা নদীতে মাছ ধরার সময় মৎস্যজীবীর জালে উঠল প্রায় ছয় ফুটের একটি কুমির । এই ঘটনায় আতঙ্ক ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভাঙনখালির এলাকায় । কুমিরটিকে উদ্ধার করে স্থানীয় একটি জলাশয়ের মধ্যে রাখেন গ্রামবাসীরা । ইতিমধ্যেই খবর দেওয়া হয় বন বিভাগকে ।

দক্ষিন ২৪ পরগনার বাসন্তীর ভাঙনখালির বাসিন্দা আলামিন মোল্লা অন্যান্য দিনের মতোই মাতলা নদীতে জাল পেতে ছিলেন মাছ ধরার জন্য । গভীর রাতে যখন তিনি জাল তুলতে যান তখনই দেখতে পান জালে মাছ নয় একটি কুমির জড়িয়ে রয়েছে । স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন ওই মৎস্যজীবী ।

জাল ঝাড়ার সময় কুমিরটি নৌকার ভেতরে ঢুকে যায় । ঘটনায় আরও আতঙ্কিত হয়ে পড়েন তিনি । স্থানীয় কয়েকজন যুবকের সাহায্যে কুমিরটিকে নৌকা থেকে উদ্ধার করেন ওই মৎসজীবী । এই ঘটনায় স্থানীয় মৎস্যজীবীদের মধ্যেও আতঙ্ক ছড়িছে পড়ে । পরে কুমিরটিকে উদ্ধার করে স্থানীয় একটি জলাশয়ে রেখে খবর দেওয়া হয় বন বিভাগের কর্মীদের । খবর পেয়ে তারা গিয়ে উদ্ধার করে নিয়ে যায় কুমিরটিকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =