মৎস্যজীবী ট্রলারে বসানো শুরু হলো অত্যাধুনিক “টু ওয়ে এমএসএস ট্রান্সপন্ডার”

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: শুক্রবার ১৩,ডিসেম্বর :: এবার সমস্ত মৎস্যজীবী ট্রলারে বসবে অত্যাধুনিক ‘টু ওয়ে এমএসএস ট্রান্সপন্ডার’। ইতিমধ্যে ট্রলার মালিকদের এই যন্ত্র নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে । বেশ কিছু ট্রলারে বসানো শুরু হয়েছে এই যন্ত্র । এই যন্ত্রের সাহায্যে দুর্যোগের সময় পাঠানো যাবে লিখিত বার্তা।

এই যন্ত্রে ‌ইসরোর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে একটি অফিস প্রস্তুত করা হবে যেখানে সমস্ত বার্তা ও তথ্য আসবে। সেই অফিস থেকে বার্তা পাঠিয়ে দেওয়া হবে সংশ্লিষ্টদের। অফিসে বসে আধিকারিকরাও মৎস্যজীবীদের বার্তা পাঠাতে পারবেন।

কোনও ট্রলার যদি ভারত-বাংলাদেশ জল সীমানা পার করার চেষ্টা করে তাও এবার ধরা পড়ে যাবে এই প্রযুক্তির সৌজন্যে। এটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও কাজ করবে। জল সীমানায় দ্রাঘিমাংশ ও অক্ষাংশ ধরে ‘জিও ফেন্সিং’ করে রাখা থাকবে। তার সঙ্গে সেন্সরের মাধ্যমে যুক্ত থাকবে ট্রলারে বসানো যন্ত্রটি। যে মুহূর্তে ট্রলার জলসীমা পার করতে যাবে কেন্দ্রীয় অফিসে তখনই আল্যার্ম বেজে উঠবে।

প্রথম পর্যায়ে ৫০০টি যন্ত্র বসবে ট্রলারে। তার মধ্যে ৩০০টি দক্ষিণ ২৪ পরগনায় এবং বাকি ২০০টি পূর্ব মেদিনীপুরে। এরপর ধাপে ধাপে সমস্ত ট্রলারের জন্য ‘টু ওয়ে এমএসএস ট্রান্সপন্ডার’ যন্ত্র আনা হবে। এই যন্ত্রটি আগের থেকে অনেক উন্নত হবে।ডায়মন্ডহারবার, নামখানা ,কাকদ্বীপ, পাথরপ্রতিমা সহ বিভিন্ন মৎস্যবন্দরের ট্রলারে এই ট্রান্সপন্ডার বসানোর কাজ শুরু হয়েছে ইতিমধ্যে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =