নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়্নাগুড়ি :: ময়নাগুড়ি তিস্তা সেতু সংলগ্ন এলাকায় উদ্ধার হলো ১০ টি হাতি। মঙ্গলবার সকালে ময়নাগুড়ি তিস্তা সেতু সংলগ্ন এলাকায় বন দপ্তরের চেক পোস্টে এই হাতি গুলি আটক করে বন কর্মীরা। জানা গিয়েছে, অরুনাচলপ্রদেশ থেকে এই হাতি গুলি গুজরাট নিয়ে যাওয়া হচ্ছিল।পথে তিস্তা চেক পোষ্টের বন কর্মীরা ট্রাক ও ছোট গাড়ি মিলিয়ে প্রায় ৩০ টি গাড়ি আটক করে। সেখানে ট্রাক গুলি থেকে ১০ টি হাতি পাওয়া যায়। হাতি গুলির বৈধ কাগজ আছে কি না তা বন দপ্তরের থেকে ক্ষতিয়ে দেখা হচ্ছে। এদিন গরুমারা থেকে বন দপ্তরের প্রশিক্ষিত পশু চিকিৎসক নিয়ে এসে হাতি গুলির স্বাস্থ্য পরীক্ষা করা হয়।ঘটনার খবর পেয়ে তিস্তা চেক পোষ্টে ছুটে আসেন বন দপ্তরের ডিএফও বিকাশ ভি। জানা গিয়েছে, হাতি গুলির শরীরে চিপ লাগানো রয়েছে। সেগুলি বন দপ্তরের তরফ থেকে পরীক্ষা করা হচ্ছে।