যথাযথ মর্যাদায় চুঁচুড়ার সেন্ট্রাল গ্রাউন্ডে পালিত হলো ৭৭তম প্রজাতন্ত্র দিবস

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: সোমবার ২৬,জানুয়ারি :: হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে চুঁচুড়ার সেন্ট্রাল গ্রাউন্ডে যথাযথ মর্যাদা ও উৎসাহের সঙ্গে পালিত হলো ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। প্রতি বছরের ন্যায় এ বছরও নির্ধারিত সময়ে জাতীয় পতাকা উত্তোলন করেন হুগলির জেলা শাসক খুরশিদ আলী কাদরী।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, সদর মহকুমা শাসক অয়ন নাথ সহ পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। জাতীয় পতাকা উত্তোলনের পর প্যারেড, কুচকাওয়াজ ও গান স্যালুটের মাধ্যমে প্রজাতন্ত্র দিবসের গুরুত্বকে সম্মান জানানো হয়।

অনুষ্ঠানের পর মঞ্চস্থ হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। দিনটিকে স্মরণীয় করে রাখতে অংশগ্রহণকারী সদস্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার প্রদান করেন জেলা শাসক খুরশিদ আলী কাদরী।

সমগ্র অনুষ্ঠানে দেশাত্মবোধক আবহে চুঁচুড়ার সেন্ট্রাল গ্রাউন্ড মুখরিত হয়ে ওঠে, আর সাধারণ মানুষের সক্রিয় উপস্থিতিতে প্রজাতন্ত্র দিবসের এই অনুষ্ঠান আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 2 =