নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ০২,জানুয়ারী :: নতুন নেতাদের উপস্থিতি বেড়েছে। দূরে গিয়েছেন দিলীপ। এমনকী বৈঠকে একটা চেয়ারও দেওয়া হয়নি বলে একসময় আক্ষেপ করেছিলেন তিনি।
সেই দিলীপকে দেখা গেল অমিত শাহের বৈঠকে। আর রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে গেলেন তিনি। কেন হঠাৎ সক্রিয়তা?
ভোট আসছে সবাইকে কাজে লাগাতে হবে। এতদিন কাজ ছিল না। এবার কাজে নামতে হবে। বড় নেতারা সব ঠিক করবেন।” এতদিন কেন দিলীপ ঘোষ কাজে লাগল না? এই প্রশ্নের উত্তরে প্রাক্তন সাংসদ বলেন, “আগে আমরা মাত্র কয়েকজন নেতা ছিলাম।
পাঁচ বছরে অনেকে এমএলএ-এমপি হয়েছেন, অন্য দল থেকে আসা নেতারা দায়িত্ব পেয়েছেন।সবাইকে কাজ ভাগ করে দেওয়া হয়েছিল।”তবে কোনও দায়িত্ব এখনও পর্যন্ত দেওয়া হয়নি বলে জানিয়েছেন দিলীপ।
রাজনীতিতে যে এতদিন ধরেও সমান সক্রিয় থেকেছেন, সে কথাই বলেন তিনি। বলেন, “১০ বছর ধরে একই ছন্দে আছি। সবসময় যে সভা করতে হবে তা নয়। আমি সকাল থেকে রাত অবধি সক্রিয় থাকি। দলের কর্মীদের সঙ্গে কথা বলি।” যদি দল বলে ভোটে লড়তে লড়ব।

