নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তমলুক :: শনিবার ৪,অক্টোবর :: প্রতিমা তৈরির কারখানায় দুষ্কৃতিকারীদের হামলা, ভেঙে ফেলা হল ৫০-৫৫ টি কালী ও লক্ষ্মী প্রতিমা। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ, যদি ভেবে থাকেন এটা বাংলাদেশ, ভুল করবে দুষ্কৃতিকারীরা কটাক্ষ বিজেপির।
শুক্রবার গভীর রাতে ঠাকুর করার কারখানায় দুষ্কৃতিকারীদের হামলা চালানোর অভিযোগ উঠলো! ভেঙে ফেলা হলো কারখানার তৈরি হওয়া লক্ষ্মী ও কালী ঠাকুরের ৫০-৫৫ টি মূর্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ৪১ জাতীয় সড়কে উওর নারকেলদা গণপতিনগর বাসস্ট্যাণ্ড সংলগ্ন এলাকায়।
শনিবার সকালে কারখানায় এসে চক্ষু ছানাবড়া মৃৎ শিল্পীর। ঘটনা জানাজানি হতেই উপস্থিত হন স্থানীয় বাসিন্দা থেকে বিজেপি নেতৃত্বরা। এরপর ৪১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।
ব্যাপক যানজট তৈরি হয়, জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে পড়ে একাধিক যাত্রীবাহী বাস ও পন্যবাহী লরি।
তমলুক থানায় পুলিশ এসে প্রায় ১ ঘন্টা পরে জাতীয় সড়কের অবরোধ তুলে দেয়। দুষ্কৃতিকারীদের গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন বিজেপি নেতৃত্বরা। মৃৎশিল্পী অনিল চাকরা বলেন ” আমার সঙ্গে কারোর শত্রুতা ছিল না।
কি কারনে এই কারখানার উপর হামলা চালালো আমি বুঝে উঠতে পারছি না। তমলুক থানায় অভিযোগ জানিয়েছি। অনেক ঠাকুরের বায়না নিয়েছিলাম, আবার কি করব বুঝে উঠতে পারছিনা “।